নাটোরে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবাদ র‌্যালি ও লিফলেট বিতরন

নাটোর প্রতিনিধি: দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মিদের গণ গ্রেফতার,হত্যা, গুমখুন, কারা হেফাজতে নির্যাতন শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা ,অভিযানের নামে বসতবাড়িতে ভাংচুর এর প্রতিবাদে নাটোরে প্রতিবাদ র্যালি ও লিফলেট বিতরন করেছে নাটোর জেলা ছাত্রদল।
আজ সোমবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে থেকে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাফরাস্তায় সামনে এসে শেষ হয়।র্যালি শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন স¤পাদক মারুফ ইসলাম সৃজন, সহ সভাপতি মিনহাজ মনির, কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা ৭ জানুয়ারীকে কালো দিন হিসেবে আখ্যায়িত করে সাধারন জনগনকে ভোট বর্জন করে ঘরে থাকার আহবান জানান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক দল বিএনপির কার্যালযের সামনে শ্রমিকদলের সাধারন সম্পাদক বুলবুল এর নেতৃত্বে লিফলেট বিতরন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.