নাটোরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র তানভির হত্যার দায়ে তিন কিশোরকে ১৮ বছরের আটকাদেশ

 

নাটোর প্রতিনিধি: নাটোরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র তানভির হত্যার ঘটনায় তিন কিশোর হুমায়ন, বায়োজিদ ও নাইমকে নামের তিন কিশোরকে ১৮ বছরের আটক আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। আজ বুধবার দুপুরে বিচারক মাইনুল ইসলাম এই রায় দেন।

মামলার বিবরনী থেকে জানাযায়, ২০১৫ সালে ২৫ আগষ্ট শহরের আলাইপুর এলাকায় আশরাফুল উলুম হফেজিয়া মাদ্রাসা ছাত্র তানভীরকে অপহরণ করে শ্বাস রোধ করে পরে জবাই করে হত্যা করে সহপাঠি হুমায়েদ, বাইজিদ ও নাইম। এঘটনায় তানভীরের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আজ দীর্ঘ শুনানী শেষে বিচারক গুম, হত্যা ও অপহরণের ধারায় হুমায়েদ, বাইজিদ কে ১০ বছর , ৫ বছর ও ৩ বছর করে আর নাইমকে ৫ ও ৩ বছর করে আটকাদেশ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.