লালমনিরহাটে উঠতি বয়সীদের কাছে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে দুই জনের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধিঃ  উঠতি বয়সী ছেলে মেয়েদের কাছে অশ্লীল ভিডিও সরবরাহের অভিযোগে গতকাল মঙ্গলবার লালমনিরহাটে দু’জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
তারা হলেন খোচাবাড়ি গ্রামের মো. আলমের ছেলে রনি মাহমুদ (৩০) ও প্রয়াত আলী আহাম্মেদের ছেলে নাঈম ইসলাম (২২)।
ডিবি বিটিসি নিউজ’কে জানায়, পুলিশ পরিদর্শক মো. রায়হান আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের বিডিআর গেট এলাকার কোয়েল মাল্টি মিডিয়া নামের একটি দোকানে অভিযান চালায়।
ইসলামী ব্যাংকের বিপরীতে থাকা ওই দোকানটির কম্পিউটারে এসময় অশ্লীল ভিডিও পাওয়া যায়। পরে রনি ও নাঈমকে আটক করা হয়। এসময় সেখান থেকে দুটি কম্পিউটার ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেন।
পুলিশ পরিদর্শক মো. রায়হান আলী বিটিসি নিউজকে জানান, ওই দোকানের কম্পিউটারে নানা ধরণের অশ্লীল ভিডিও ধারণ করে তা উঠতি বয়সী ছেলে মেয়েদের কাছে বিক্রি করা হতো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.