নাটোরে চাউল কল মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা চাউল কল মালিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে যথাক্রমে আলহাজ আয়নাল হক তালুকদার ও আলহাজ সামছুল হক শেখ পুনরায় চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার রাত ৯টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আলহাজ আয়লান হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিল মালিক ইসমাইল হোসেন মাস্টার, হাজি নবীর উদ্দিন মৃধা, হাজি জুমির উদ্দিন মন্ডল, হাজি আব্দুল কাদের, শ্রী প্রশান্ত মানী ও জাহিদুল ইসলাম খাঁ। বক্তারা দাবী করে বলেন, মিল মালিকদের সুবিধা অসুবিধা দেখতে হবে, খাদ্য বিভাগের কর্মকর্তাদের অসদাচারন রুখতে হবে এবং সমিতির নিজস্ব ভবন নির্মান করতে হবে। সব শেষে ২৭ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.