নাটোরে কৃষকের ধান আত্মসাৎ করায় পাঁচ ব্যবসায়ী আজীবনের জন্য নিষিদ্ধ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় ধানহাটে নূর মোহাম্মদ প্রামানিক (৭৫) নামে একজন গৃহস্থ কৃষকের ১৫ মণ ধান ওজনে কারচুপি করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে ব্যবসায়ী আলাল হোসেন ও তার চার সহযোগি। এ ঘটনায় ওই ধান ব্যবসায়ী গণধোলাইয়ের শিকার হয়।

জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে চাঁচকৈড় হাট অফিসে ব্যবসায়ী শাহজাহান আলী শেখের সভাপতিত্বে সালিশী বৈঠক হয়। এসয় হাট কর্তৃপক্ষ আনিছুর রহমান মোল্লা, শাহনুর মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, কাউন্সিলর সামছুর রহমান সহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। প্রতারণার ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় অপরাধী চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লার ব্যবসায়ী আলাল হোসেন, হুরমত আলী হুলকা, স্বাধীন মোল্লা, বাবলু ও নাছির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তারা চাঁচকৈড় হাটে ব্যবসা করতে পারবে না মর্মে আজীবনের জন্য নিষিদ্ধ করে হাট কমিটির সালিশী বৈঠক।

উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের কৃষক নূর মোহাম্মদ বিটিসি নিউজকে জানান, ঘটনার দিন গত মঙ্গলবার ৩৭ বস্তার ৪২ মণ ধান ৭শ’ টাকা মণ দরে ব্যবসায়ী আলাল ও তার সহযোগিদের কাছে বিক্রি করেন। কিন্তু ওই ব্যবসায়ীরা প্রতারণামূলকভাবে ১৫ মণ ধানের দাম কম দিয়ে ২২ মণ ধানের ১৯ হাজার ৪১০ টাকা তাঁর হাতে ধরিয়ে দেন। এতে তিনি প্রতিবাদ করলে তাকে ব্যবসায়ী আলাল ও তার সহযোগিরা মারধর করেন। এদিকে ৪২ মণ ধানকে ২২ মণ দাবী করায় ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চাঁচকৈড় হাটে ওজনে কারচুপির ঘটনা নতুন নয়। ধানের বাইরেও রসুন, রবিশস্য ও পাট হাটেও প্রতারণার ঘটনা ঘটে। প্রতিবাদ করতে গেলে কৃষকরা নানাভাবে হয়রানির শিকার হয়। এতে চাঁচকৈড় হাটের সুনাম-সুখ্যাতি নষ্ট হচ্ছে। দুরের কৃষকরা হাট বিমূখ হওয়ায় অন্যান্য ব্যবসা-বাণিজ্যের ওপর বিরুপ প্রভাব পড়ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.