নাটোরে গোপালভোগ আম বাজারে আসা শুরু

নাটোর প্রতিনিধি: নাটোরে আজ থেকে বাজারে আসছে গোপাল ভোগ জাতের আম।এ উপলক্ষে শনিবার সকালে নাটোর সদর উপজেলার কামারদিয়ার গ্রামে আম পাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক। এ উপলক্ষে কামারদয়িার গ্রামে কৃষকদেও নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সদও উপজেলার অতিরিক্তি কৃষি অফিসার সোনিয়া পারভীন, কৃষক শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, আগামি, ৩০ মে রানী পছন্দ এবং সর্বশেষ ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগষ্ট গৌরমতি আম বাজারে আসবে। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সেই বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারী করছে। কোন ব্যবসায়ি বা বাগান মালিক সে কাজ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল ওয়াদদু বলেন, এ বছর জেলায় ৫হাজার ৭১৮হেক্টও জমিতে আমের চাষ হয়েছে। আশা করছি কৃষকরা ন্যায্য দাম ও ফলন পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.