নাটোরে ক্ষতিগ্রস্থ ৫৬ উদ্যোক্তা পেলেন সাড়ে ৫৩ কোটি টাকার ঋণ

নাটোর প্রতিনিধি: নাটোরে করোনায় ক্ষতিগ্রস্থ ৫৬ উদ্যোক্তাকে ৫৩ কোটি ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। নাটোর সদর উপজেলার সমবায় সমিতি এই প্রণোদনা ঋনের অর্থ বিতরণ করে।
আজ সোমবার দপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এসব ঋণের চেক হস্তান্তর করেন।
এসিল্যান্ড রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বনির্ভর নাটোর ইউসিসিএ’র সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, বাংলাদেশ পল­ী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক গোপাল চন্দ্র সাহা , সদর উপজেলা পল­ী উন্নয়ন অফিসার মোঃ এমদাদুল হক প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা গ্রহনকৃত ঋণের অর্থের সদ্ব্যবহারের মাধ্যমে সুবিধাভোগী সমবায়ী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
তারা আরো বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ দেশের ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সুফল বয়ে নিয়ে এসেছে। দেশ আবারো উন্নয়নের মূল ধারায় এগিয়ে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.