নাটোরে কৃষকের কাছ থেকে ধান-চাল কেনা শুরু


নাটোর প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে নাটোর জেলায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনা শুরু হয়েছে। আজ রবিবার সকালে নাটোর শহরের বড়গাছা খাদ্য গোডাউনে এই ধান ও চাল কেনার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
জেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি বোরো মৌসুমে নাটোর জেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ হাজার ৫৮ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০টাকা কেজি দরে ১৩ হাজার ৩৭০ মেট্রিক টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রম চলবে আাগামী ১৬ আগস্ট পর্যন্ত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.