নাটোরে করোনা বেড়ে ২৫৫ জন, সুস্থ হয়েছেন ৮২ জন

নাটোর প্রতিনিধি: নাটোরে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে নাটোর সিভিল সার্জন অফিসকে এই তথ্য জানানো হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ সোমবার রামেক ল্যাবে দুই শিফটে ১৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের ৩ জন, পাবনার ১৪ জন ও রাজশাহীর ৩২ জন।

নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামেক ল্যাব থেকে নাটোরে ৩ জনের করোনা পজেটিভ রয়েছে বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন সিংড়া উপজেলায় এং ২ জন নাটোর সদর।

নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নতুন করে এই ৩ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৫৫ জন। অবশ্য ইতিমধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা সহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.