নাটোরে করোনা প্রতিরোধ পক্ষে পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচারণা

নাটোর প্রতিনিধি: করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের পক্ষ থেকে বিনামুল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচার অভিযান শুরু করেছে থানা পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নাজিরপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা এবং পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেন।

এ সময় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতার পরই থানা পুলিশে পক্ষ থেকে পুলিশভ্যান নিয়ে পৌর উপজেলা জুড়ে সচেতনামুলক প্রচার-প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে নাজিরপুরে বাজারে চলে সচেতনতা কার্যক্রম। ওসি মোজাহারুল ইসলাম উপস্থিত থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

ওসি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সরকারিভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করার পাশাপাশি বিনামুল্যে মাস্ক কার্যক্রমকে গতিশীল করছে। এ উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.