নাটোরে এক পিস গোলাপের দাম ৮০ টাকা!

নাটোর প্রতিনিধি: নাটোরে ভালবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয় মানুষকে উপহার দেয়ার জন্য ফুল কিনতে দোকানগুলোতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচেপড়া ভিড়। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে ফুল নাটোর শহরের ফুলের দোকানিরা অতিরিক্ত দাম নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের ছায়াবানী মোড়ের আশপাশের দোকানগুলোতে ফুল ক্রেতা ভিড় দেখা যায়। অতিরিক্ত চাহিদার কারণে মূল দোকানগুলোর বাইরেও গড়ে উঠেছে ফুলের দোকান। তবে অন্যান্য দিনের তুলনায় ফুলের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, ভালোবাসা দিবসকে ঘিরে দোকানিরা ফুলের দাম বাড়িয়ে দিয়েছে। তবুও আনন্দ উপভোগে যতো দামই হোক ফুল কিনতে হচ্ছে।

দোকানিরা বলেছেন বেচাকেনা ভালো। তবে মূল মোকামে ফুলের দাম বেশি থাকায় অতিরিক্ত দাম নিতে হচ্ছে।

এখানে ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে গোলাপ। রয়েছে রজনীগন্ধা, জারভেরা, গ্লাডিওলাসসহ নানা জাতের ফুল। দাম যাই হোক প্রিয় মানুষকে ফুল উপহার দিতে সাধ্যমতো ফুল কিনছেন ক্রেতারা। এছাড়া পছন্দের দর্শনীয় স্থানগুলোতেও তরুণ-তরুণীদের সরব উপস্থিতি আছে। ঘুরে বেড়ানোর পাশাপাশি নানা স্বাধের খাবার গ্রহণ করতেও দেখা যায় দিবসটিতে ঘুরতে আসাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.