নাটোরে এক দিনে রেকর্ড ১৪৫ জন আক্রান্ত


নাটোর প্রতিনিধি: নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ১৪৫ জন আক্রান্ত হয়েছে। যা নাটোরে এপর্যন্ত সব্বোর্চ্চ সংখ্যক আক্রান্ত। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯ জনের। আক্রান্তের হার ৩৩.৮০ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৭৪০ জন।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে উপসর্গ সহ করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৭ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১২ তম দিন। প্রতিদিনর মত আজ ও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারন চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। কদিনের লকডাউনে নিন্ম আয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে।
কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বেরিয়ে আসছে হাট বাজারে। একারনে সংক্রমন বাড়ছে বলে দাবী স্বাস্থ্য বিভাগের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.