নাটোরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে


নাটোর প্রতিনিধি: নাটোরে মাসব্যাপী শুরু হয়েছে বিসিক ঐক্য স্বাধীনতা মেলা। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নাটোরের উদ্যোগে ওপিপল ফুটওয়ার এন্ড লেদার গুডস এর সার্বিক সহযোগিতায় দত্তপাড়া বিসিক শিল্পনগরীতে এই মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি।
সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জজকোর্টেল পিপি সিরাজুল ইসলাম, বিসিক নাটোরের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি, বিসিক সমবায় সমিতি নাটোরের সভাপতি প্রদীপ কুমার আগরওয়াল প্রমুখ।
বিসিক ঐক্য স্বাধীনতা মেলার মিডিয়া পার্টনার চ্যানেল আই অলাইন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল বলেন, বিসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিল্প। এই বিভিন্ন উন্নয়নমূখী প্যাকেজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পোয়ন্নয়নে ভ‚মিকা রেখেছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে চলছে।
অর্থনৈতিক অগ্রগতির জন্য সরকার বিশেষভাবে শিল্পায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া তিনি বলেন, নাটোরে শিল্প পার্ক গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যাতে বিশ্বের কোন দেশের কাছে আমাদের হাত পাততে না হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়ন করতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা শিল্প বিল্পব ঘটাতে কাজ করে যাচ্ছেন। এতাদিন উন্নত প্রযুক্তির কারনে বাংলাদেশে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। শেখ হাসিানা বিভিন্ন ধরনের শিল্প প্যাকেজের কারনে উদোক্তারা স্বর্ণ যুগে প্রবেশ করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে ২ কোটি লোকের কর্মসংস্থান
এবং ২ ১ কোটি উদ্যেক্তা তৈরীর টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সররকার ক্ষুদ্র মাজারী ও বড় শিল্পায়ন গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারই ধারা বাহিকতায় নাটোরে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.