নাটোরে আন্দোলনের দ্বিতীয় দিনে কালেক্টরেট সহকারি কর্মচারীরা

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সহকারী কর্মচারীরা আবারো আন্দোলনে নেমেছে। তাদের দুই দফা দাবি
আদায়ের লক্ষ্যে চলতি নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এ সময় তারা অবস্থান ধর্মঘট কলম বিরতি সহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। ফলে আবারও ভোগান্তিতে সাধারণ সেবাগ্রহীতারা।ভূমি অফিস প্রত্যেকটি উপজেলার ইউএনও অফিস সহ সকল প্রশাসনিক অফিসে আন্দোলন চলমান থাকায় সব স্থানেই কাজ বন্ধ হয়ে গেছে। ফলে প্রচন্ড ভোগান্তিতে পড়েছে সাধারণ সেবা গ্রহীতার। এ ভোগান্তি লাঘবে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান সবাই।
এদিকে কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানান, আমাদের বৈধ দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বারবার। ফলশ্র“তিতে অনিচ্ছাসত্ত্বেও জনভোগান্তি হচ্ছে জেনেও আমাদের পেট ও পরিবারের নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হচ্ছে। এ ছাড়া আমাদের আর কোন উপায় নেই।
নাটোর কালেক্টরেটের সহকারী সমিতির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী চলতি মাসের ১৫ তারিখ থেকে ৩০ পর্যন্ত দুই দফা দাবিতে পূর্ণদিবস কর্মসূচির দ্বিতীয় দিনে আজ তারা কলম বিরতি, অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.