নাটোরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নাটোর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে সেনা সদস্যরা তাদের কাজ শুরুকরবেন।

রোববার লে.কর্নেল মোস্তফা আরিফের নেতৃত্বে বগুড়ার মাঝিড়া সেনানিবাস থেকে আসা ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা দুপুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান নেন। সেখান থেকে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান বিটিসি নিউজকে বলেন, নাটোরে ৪১৭ জন সেনা সদস্য অবস্থান নিয়েছেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সোমবার সকাল থেকে নাটোরের ৪টি নির্বাচনী আসনে কাজ শুরু করবেন ।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ খান মামুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.