নাটোরের সিংড়ায় ওয়াজ মেম্বর ও সাদেক বাহিনীর হামলায় আহত ৩

 

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে ওয়াজ মেম্বর ও সাদেক বাহিনীর হামলায় ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলম ইউনিয়নের সূর্য্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কলম ইউনিয়নের শান্তনগর গ্রামের নইমুদ্দিন মোল্লার ছেলে আ: ছালাম (৬৫),তার ছেলে জানে আলম।

জানু নামে একজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনায় পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিদ্যুত সরবরাহ সচল রাখতে কলম ইউনিয়নের শান্তনগর গ্রামে রাস্তার পাশের গাছের ডালপালা ছাটাইয়ের কাজ করছিল বিদ্যুত বিভাগের লোকজন।

এ সময় ওই রাস্তা দিয়ে আসার পথে গাছের একটি ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় মেম্বর ওয়াজ আলী রাগান্বিত হয়ে গলা ধাক্কা সহ ফরমান নামে একজনের সাথে অশালিন ব্যবহার করে। এ ঘটনায় কর্মীরা কাজ না করে ওই গ্রাম থেকে চলে যায়। বিষয়টি কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুকে এলাকাবাসি অবহিত করলে ওয়াজ মেম্বর ক্ষিপ্ত হয়।

 

ঘটনার পরেরদিন বৃহস্পতিবার বিকেলে কলম বাজারে যাওয়ার পথে ওয়াজ মেম্বর ও তার ভাই সাদেকের নেতৃত্বে ৭-৮জন হাসুয়া,ফালা,রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের ভয় আছে, তাই মামলা করতে পাচ্ছেন বলে জানিয়েছে আহতরা।

তাছাড়া তাদের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, এই বাহিনীর কর্মকান্ডে আতংকিত ইউনিয়নের সাধারণ জনগণ। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। ইউনিয়নের জনগণ এই ওয়াজ মেম্বর ও সাদেক বাহিনীর হাত থেকে মুক্তি পেতে চায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। এখনো কেউ মামলা দায়ের করেনি। মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.