নাটোরের সিংড়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার চৌগ্রামে সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার।

সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা আবু বক্কর এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন। সহকারি মৎস্য অফিসার জহুরুল ইসলাম মাঠ দিবস পরিচালনা করেন। এর আগে সিবিজির প্রকল্পের মাছ উত্তোলন করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পের সদস্য সংখ্যা ২০ জন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.