নাটোরের সিংড়ায় অনগ্রসর জনগোষ্ঠির মাঝে পারিবারিক সাইলো বিতরণ

নাটোর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ধিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠি ও দৃর্যোগপ্রবন এলাকার জনগোষ্ঠির মাঝে নিরাপদ খাদ্য সংরক্ষনের জন্য পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে পৌরসভার ১২টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এসব পারিবারিক সাইলো বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশীদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, হাউজহোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় সিংড়া পৗরসভার ১২টি ওয়ার্ড ও উপজেলার ১২টি ইউনিয়নের ৬ হাজার অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুর্যোগপ্রবন এলাকায় বসবাসরত জনগোষ্ঠির মাঝে নিরাপদ খাদ্য সংরক্ষনের জন্য এই পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.