নাটোরের লালপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বিধবার মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোর প্রতিনিধি:-নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীল এর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রিনা রানী শীলের মুরগির খামারে গত কয়েকদিন ধরে বেঁজি ঢুকে ১২০টি মুরগি মেরে ফেলে, তা রোধ করার জন্য গূনার তার দিয়ে খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
আজ সকালে নিজের অসাবধানতায় ওই বিদ্যুৎ সংযোগে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রায় নয় বছর পূর্বে সমর চন্দ্রশীল মারা যাওয়ার পর পুত্রকন্যাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন রিনা রানী শীল। তার কন্যা সম্পা শীলের বিবাহের পর একমাত্র পুত্র শুভ শীল কে নিয়ে একাই থাকতেন রিনা। শুভ শীল গোপালপুর ডিগ্রী কলেজে স্নাতক বিভাগে পড়াশোনার পাশাপাশি নিজ সংসার দেখাশোনা করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান ও দয়ারামপুর পল্লী বিদ্যুতের সাব- জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আকরাম হোসেন।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে লাশ দাহ করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.