নাটোরের লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার চামটিয়া পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের দ্বিতীয় সন্তান। শনিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে আলিফের মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, শনিবার বেলা ১১ টার দিকে শিশু আলিফ পরিবারে সকলের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলিফ কে মৃত ঘোষনা করেন। বাদ আছর জানাজার নামজ শেষে চামটিয়া কেন্দ্রীয় কবরস্থানে আলিফের দাফন সম্পন্ন হবে। এদিকে আলিফের মৃত্যুতে পরিবারসহ মহল্লাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.