নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ॥ জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুমরুল গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমা আক্তার কুমরুল উত্তরপাড়া মহল্লার আব্দুল আলিমের স্ত্রী। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পর মরদেহটি আম বাগানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন কুমার সাহা ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, গত রবিবার রাতে রুমা আক্তার খাওয়া দাওয়া শেষে তার ঘরে চলে যায়। এরপর তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে পরিবারের লোকজন আত্বীয় স্বজনদের কাছে খোঁজ করেও তার কোন সন্ধ্যান পায়নি। পরে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিহতের বাড়ীর অদুরে একটি আম বাগানের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামীর ১ম স্ত্রী শাহিদা বেগম ও তার মেয়ে
আরজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.