নাটোরের বড়াইগ্রামে শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে জামাই আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শাশুড়িকে হত্যা চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আলমগীর হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা ইন্দ্রাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আলমগীরের সাথে বড়াইগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মালোয়েশিয়া প্রবাসি মোজাহার আলীর মেয়ে মুক্তি খাতুনের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীর যৌতুকের জন্য মুক্তির উপর নির্যাতন শুরু করে। এরফলে বিভিন্ন সময় মুক্তির মা আছিয়া বেগম জামাই আলমগীরকে সবমিলিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা দেয়। এরপর গতকাল শুক্রবার সন্ধায় আবারও টাকার দাবী করলে তিনি অপারগতা প্রকাশ করেন।

এনিয়ে জামাই-শাশুড়ির বাকবিতন্ডার এক পর্যায় আলমগীর পাকেটে নিয়ে আসা ধারালো চাকুদিয়ে শাশুড়ি আছিয়া বেগমের গলা কাটার চেষ্টা করেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে আলমগীরকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আলমগীরকে থানায় নিয়ে আসে। একই সাথে গুরুতর আহত আছিয়া বেগমকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ ঘটনায় মুক্তির মামা কামাল হোসেন আজ শনিবার আটক আলমগীর বিরুদ্ধে অভিযোগ দায়ে করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.