নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে পাপ্পু মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু মিয়া কায়েম কোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
জোয়াড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল বিটিসি নিউজকে জানান, আজ বুধবার বিকালে পাপ্পু কায়েমকোলা বিলে ধানের চারা রোপণের কাজ করছিল। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে পাপ্পুর শরীর ঝলসে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রæত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চাঁদ মাহমুদ এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আজ সকাল থেকেই বাড়ির পাশে বিলে বাবার সঙ্গে কৃষি কাজে সহায়তা করছিল জাহিদ। বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। তবে বাবা আব্দুল জলিল অক্ষত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.