BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক!

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুপার নিউমারি)।

তিনি সাংবাদিকদের জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বনপাড়া-হাটীকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনা গামী একটি ডাবল কেবিন ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩) থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো কসটেপে মোড়ানো ১৫টি বান্ডিল পাওয়া যায়।

প্রতিটি বান্ডিলের মধ্যে নীলরঙের ১০টি করে প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে গোলাপী রঙের সর্বমোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ওই ট্রাকের চালক শামীম হোসেন (৩০) কে আটক করে পুলিশ।

সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়াও ব্যবহৃত ডাবল কেবিন ট্রাকটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান এই কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইওয়েবগুড়ারিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার  উদয় কুমার সাহা, সহকারি পুলিশ সুপার মোঃবদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, অফিসার ও ফোর্স।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ