নাটোরের চলছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণের কাজ


নাটোর প্রতিনিধি: আগামীকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫টি ও লালপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। দুপুর থেকে উপজেলা পরিষদ ভবন ও নির্বাচন কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ১৪১ টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ। তবে আজ কোন কেন্দ্রেই পাঠানো হচ্ছেনা ব্যালট পেপার। ভোট শুরুর আগে কেন্দ্র গুলোতে পাঠানো হবে ব্যালট পেপার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন, সাধারণ সদস্য পদে ১৯২জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ জন প্রার্থী এবং লালপুর উপজেলা দশটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৬ জন প্রতিদ্বিন্দিতা করছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আছলাম।

তিনি আরো জানান, নির্বাচনের দিন প্রত্যেক ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য তিনজন পুলিশ সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.