নাটোরের গুরুদাসপুর থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর থানায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিশেষ আইনি সুবিধা দিতে সার্ভিস ডেস্কের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএমবার)।
থানার নবনির্মিত ভবনে ওই সার্ভিস ডেস্কের উদ্বোধনের সময় গুরুদাসপুর-সিংড়া থানার এএসপি সার্কেল মো. জামিল আখতার, ওসি মো. আব্দুর রাজ্জাক, ওসি (তদন্ত) মো. মোনোয়ারুল ইসলামসহ গুরুদাসপুর থানার সকল পুলিশ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মোনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
পুলিশ সুপার বলেন, জেলার মধ্যে গুরুদাসপুরে প্রথম এই সার্ভিস ডেস্কের উদ্বোধন হলো। পর্যায়ক্রমে সারাদেশে এই হেল্প ডেস্ক চালু হবে। উল্লেখিত বিশেষ শ্রেণির মানুষ ব্যতিত অন্যকেউ এই ডেস্কের হেল্প পাবেন না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.