নাটোরের উত্তরা গণভবনে শ্যামা নামের হরিণের নতুন অতিথি প্রস্রব করেছে

নাটোর প্রতিনিধি: নাটোরের উত্তরা গণভবনে শ্যামা হরিণের নতুন অতিথির জন্ম হয়েছে । গত রাত চারটার দিকে অতিথির আগমন ঘটে মা শ্যামার গর্ভ থেকে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ গণভবনে শাবকটি পরিদর্শন যায়। পরে হরিণের বাচ্চাটির নাম দেন শুক্লা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ- পরিচালক গোলাম রাব্বী, এনডিসি ও গনভবনে দ্বায়িত্ব থাকা কর্মকর্তা অনিন্দ্য মন্ডল এবং গনমাধ্যমের কর্মী গন।

গনভবনের পশুপাখির দায়িত্বে থাকা মেহেদী হাসান জানান, প্রায় নয় মাস আগে উত্তরা গণভবনে পশুপাখি নিয়ে আসা হয়। এর মধ্যে শ্যামা শ্যামলী সহ আরো তিনটি পুরুষ হরিণ রয়েছে। গত রাত চারটার দিকে শ্যামার গর্ভ থেকে বাচ্চা হরিণকে জন্ম হয়। তবে ভালো আছে বাচ্চা হরিণটি।

নাটোরের এনডিসি অনিন্দ্য কুমার মন্ডল জানান, হরিণ ছাড়াও গণভবনে রয়েছে মিঠু ও টিটু নামে দুটি বানর, দুটি ময়না, দুটি টিয়া, আফ্রিকান গ্রে প্যারা একটি এবং ময়ূর একটি।হরিণ শাবকটি জন্মের কথা শুনে সকাল থেকেই বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। দুপুরের দিকে জেলা প্রশাসক শাহরিয়াজ গন ভবন পরিদর্শন করে বাচ্চা হরিণটির নাম রাখেন শুক্লা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.