নাটোরের আমহাটি ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


নাটোর প্রতিনিধি: নাটোরের সদর উপজেলার আমাহাটি এলাকায় ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমহাটি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল(৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ রবিবার (০১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আমহাটি এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। আজ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ মরদেহ দুটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান, নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.