নাটকীয় টাইব্রেকারে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করলো সুইডেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: নাটকীয় টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। আজ রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত শেষ ষোলর ম্যাচে টাইব্রেকারে যুক্তরাষ্ট্রকে ৫-৪ গোলে হারিয়েছে সুইডেন। শেষ আটে জাপানের মোকাবেলা করবে সুইডেন।

ম্যাচের প্রথম ৯০ মিনিটের প্রায় পুরোটাই আধিপত্য বিস্তার করে খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে গোলরক্ষক জেসিরা মুসোভিচের কয়েকটি নজরকাড়া সেভ সুইডিশদের ভাগ্যকে জাগিয়ে রাখে। ম্যাচের অতিরিক্ত সময়েও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। এতে ম্যাচের উত্তেজনার পারদ চরম পর্যায়ে পৌঁছে যায়।

স্নায়ুচাপের টাইব্রেকারে অবশ্য প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছিলেন সুইডেনের নাথালি বিয়র্ন। তিনি বারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন বল। জবাবে একই কাজ করেন প্রতিপক্ষের মেগান রাপিনিও। এরপর রেবেকা ব্লমকভিস্টের শট ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে ফের চালকের আসনে বসিয়ে দেন গোলরক্ষক। তবে তাদের আরেক দফা বিপদের মুখে ঠেলে দেন সোফিয়া স্মিথ। স্পট কিকের বলটি পোস্টের বাইরে মেরে দেন তিনি।

সবশেষ লিনা হার্টিগের শটের বল বার পোস্টে লাগলে ধরে নেওয়া হয়েছিল বিদায় নিতে যাচ্ছে সুইডেন। কিন্তু পরে ভিএআর প্রযুক্তিতে দেখা যায় তার শটের বলটি লাইন অতিক্রম করেছে। ফলে নাটকীয় এক জয় পায় সুইডেন। এতে জার্মানির পর টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আরেক শীর্ষ দল যুক্তরাষ্ট্র।

এখন র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা সুইডেনই হচ্ছে টুর্নামেন্টে টিকে থাকা শীর্ষ র‌্যাংকধারী দল। পিটার গেরহার্ডসনের এই দলটির সেরা অর্জন হচ্ছে ২০১৯ বিশ্বকাপের তৃতীয় অবস্থান। কোয়ার্টার ফাইনালে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.