নাগেশ্বরীতে ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নি¤œবিত্ত হাজার হাজার পরিবার। বন্ধ রয়েছে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

তাদের এই কর্মহীনতায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তির অর্থায়নে এবং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানের সহযোগিতায় ওই ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যারয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় সাপখাওয়া বাজার, মাস্টার মোড়, মিনা বাজার, মোল্লারভিটা, বড়বাড়ী বাজারের ১শ ৪৭ ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্ডার গার্টেন ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল। বিতরণকালে করোনা মোকাবেলায় সচেতনতামূলক বক্তব্য রাখেন, রায়গঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেন, সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি সরকার, সহকারী শিক্ষক নুর ইসলাম মন্ডল, মোজাম্মেল হক দুদু, বঙ্গবন্ধু পরিষদের রায়গঞ্জ শাখার সভাপতি নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল হান্নান, নুর মোহাম্মদ খন্দকার, ৮ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম হাজী, সমাজ সেবক আমিরুল ইসলাম লাভলু, ওমর আলী সরকার, ডা. শেখ মো. নুর ইসলাম প্রমুখ। এছাড়াও ২৯ এপ্রিল বুধবার রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের রায়গঞ্জ বাজার, সোনাইর খামার বাজার, রতনপুর বাজার, হাজীরমোড় বাজার, আদর্শ বাজারসহ সকল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ যাবত ওই ব্যাক্তির অর্থায়নে ৫শ ৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.