নাগেশ্বরীতে ৩ দিন থেকে যুবক নিখোঁজ থানায় ডায়েরী


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দিন থেকে মাইদুল ইসলাম জয় (২১) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। সে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের, ৮ নং ওয়ার্ড, রতনপুর গ্রামের মোজাহার আলী এবং আম্বিয়া বেগমের ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ মাইদুলের বড় ভাই আল-আমিন নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডাযেরী করেছেন।

ডায়েরির বিবরণে জানা যায় গত ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন তার স্ত্রী-সন্তানসহ নিজ ঘরে শুয়ে পড়ে। পাশের ঘরেই ঘুমায় ছোট ভাই মাইদুল ইসলাম জয়। ওইদিন রাত ১২টা থেকে দেড়টার মধ্যে মাইদুলের ব্যবহৃত মোবাইলে ফোনে কথা বলতে শোনেন। এ সময় তাকে কে বাবা কারা মোবাইল ফোনে ফোন করে ডাকছে।

এর মধ্যোই তারা সবাই ঘুমিয়ে পড়লে পরদিন সকালে উঠে বাড়ির লোকজন দেখতে পায় মাইদুল ঘরে নেই। এছাড়াও মাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে বন্ধ পায়। পরে অনেক খোঁজাখুঁজি করে এবং মাইকিং করেও খোঁজ পায়নি তার পরিবার।

এ ব্যাপারে ১৪ জুন নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার বড় ভাই আল-আমিন। নাগেশ্বরী থানার জিডি নং-৫৪৭

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, একটি সাধারণ ডায়েরী হয়েছে। খোঁজ খবর অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.