নাইট কার্ফু সফল করতে ও নজর দারি করতে পথে নামল রানাঘাট প্রশাসন (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: নাইট কার্ফু সফল করতে ও নজর দারি করতে পথে নামল রানাঘাট প্রশাসন। এমনি ছবি উঠে এল এ দিন নদীয়ার রানাঘাট শহরে।
উল্লেখ্য, আংশিক লকডাউন বা বিধিনিষেধ কিছুটা সরকারি ভাবে বিভিন্ন ক্ষেত্রে শিথিল করলেও রাজ্য সরকার কড়া নির্দেশ জাড়ি করেছে রাজ্য,জুড়ে রাত্রী ৯ টা থেকে নাইট কার্ফু জাড়ি থাকবে।
বীগত কিছু দিনে রাজ্যের বেশ কিছু জায়গায় দেখা যায় এই নাইট কার্ফুকে উপেক্ষা করে সাধারণ মানুষ চলাচল করছে ও সরকারি বেধে দেওয়া জরুরি পরিষেবা ছাড়া দোকান পাঠ খোলা থাকছে।
নদীয়ার রানাঘাট শহরে, যাতে এই নাইট কার্ফু সফল ভবে পালন হয় তার জন্য, এদিন রানাঘাট শহরে রাতে রানাঘাটের প্রশাসন অভিযানে নামল। রানাঘাট শহরে প্রধান রাস্তা জি এন পিসি ও সুভাষএভিনিউ রাস্তায় অভিযানে নামেন রাতে।
।যেসমস্ত দোকান কিংবা ব্যাবসায়ীরা রাত ৯ টার পর দোকান খুলে রাখছেন তাদের কে নির্দেশ দিলেন রাত ৯ টায় সব বন্ধ করে দেওয়ার জন্য। পরবর্তীতে যদি ৯ টার পর বাবস্যা কিংবা দোকান খোলা থাকে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.