নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় নিহত ২৬

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতিয়াউ রাজ্যে সাম্প্রতিক হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় পুলিশ একথা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলায় অনেক লোক আহত হয় এবং এ সময় বোকোস ও ম্যানগুতে কমপক্ষে পাঁচটি সম্প্রদায় ব্যাপক হামলার শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় কওয়াতাসে ১৪ জন, স্যাবন বার্কিতে চারজন ও চানগাত সম্প্রদায়ের একজন নিহত হয়েছে। এছাড়া হামলায় মরিশ সম্প্রদায়ের সাতজন নিহত হয়।’

এতে বলা হয়, এসব হামলার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে। সিনহুয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.