নলডাঙ্গায় সাড়ে ৯ হাজার কৃষক বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সাড়ে ৯ হাজার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্ধোধন করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস বিটিসি নিউজকে জানান, নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন,১টি পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসন করতে মোট ৭ হাজার ৮০ জনের মধ্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো, মরিচের বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। আর প্রণোদনার আওয়াতায় মোট ২ হাজার ৬৪০ জন কৃষক বিনামূল্যে বোরো ধান, গম, ভট্রা সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, ও মুগ ডাল বীজ ও ১০ কেজি ডিএপি ও এমওপি ১০ কেজি সার দেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.