নলডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধে জনসচেতনা ও মতবিনিময় সভা


নাটোর প্রতিনিধি:  নকল, ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেজিষ্টার্ড চিকিৎসাকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক ঔষুধ বিক্রয় বন্ধে ঔষুধ ব্যবসায়ীদের নিয়ে নাটোরের নলডাঙ্গায় জনসচেতনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে নাটোর ঔষুধ প্রশাসন ও বিসিডিএস আয়োজনে নলডাঙ্গা উপজেলা ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর ঔষুধ প্রশাসনের তত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নাটোর জেলা শাখার বিসিডিএস সভাপতি গোলাম কিবরিয়া,ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রানা আহমেদ প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.