নাটোরের বড়াইগ্রামে গাড়ি থেকে লাফ দিয়ে অপহরণকারিদের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্র,ছুরির আঘাতে জখম

নাটোর প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামে নিজের চেষ্টায় অপহরণ কারিদের হাত থেকে রক্ষা পেয়েছে শিহাব নামে এক মাদ্রাসা ছাত্র। তবে অপহরণকারিদের ছুরির আঘাতে জখম হয় সে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত শিহাব ও স্থানীয় সূত্র জানায়,বড়াইগ্রাম উপজেলার রাজাপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র শিহাব উদ্দিন গতকাল দুপুরে মাদ্রাসা থেকে পালিয়ে বনপাড়ায় যায়।

সেখানে ঘোরাফেরা করে বিকালে মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য বনপাড়া বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠে।আগে থেকে অটোতে থাকা ব্যাক্তিরা তাকে গলায় ছুরি ধরে তাদের সাথে যেতে বলে।

এসময় শিহাব আটো থেকে লাফ দিলে ছুরির আঘাতে তার গলার কিছু অংশ কেটে যায়।

জখম হয় হাতেও বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বিটিসি নিউজকে জানান,বিষয়টি রহস্যজনক।

তারা সবকিছু খতিয়ে দেখছে বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.