নলডাঙ্গায় পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মদিনা খাতুন নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মদিনা খাতুন (৭) ওই গ্রামের মকসেদ আলীর মেয়ে।

খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও সদস্য সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত রবিবার দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামের মকসেদ আলীর যমজ দুই কন্যা শিশু মক্কা ও মদিনা বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামে।

পরে মক্কা গোসল করে বাড়িতে ফিরে গেলেও আরেক মেয়ে মদিনা খাতুন বাড়ি ফিরে না আসলে তাকে খোজাঁখোজি শুরু করে পরিবারের স্বজনরা। অনেক খোঁজ করে না পেয়ে গত সোমবার পাশের জেলা নওগাঁর আত্রাই উপজেলা থেকে একদল ডুবুরি এনে অনেক খোঁজাখোজি করেও পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দুপুরে দিকে নিখোঁজ মদিনার মরদেহ পানিতে ভেসে উঠে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, শিশুটি গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ছিল।

গতকাল মঙ্গলবার শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন লাস উদ্ধার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.