নলডাঙ্গায় অরক্ষিত সাপের খামার


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াগাড়ি মাঠে অরক্ষিত অবস্থায় চলছে বিষাক্ত সব সাপের খামার।
উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ি গ্রামের শাহাদত হোসনে (৩০) পিতা নূর মোহাম্মাদ ,তিনি শখের বসে সাপের এই খামারটি শুরু করলেও বর্তমানে তা ব্যাবসায়ী পরিকল্পনায় এসে দাঁড়িয়েছে ।

বৈঙ্গানিক কোন পদ্ধতি ছাড়াই চলছে এই খামারটি। চারিদিকে বনজঙ্গল আর আবাদি এলাকায় এমন খামার যেখানে খামারি নিজেই জানেন’না কি করে কি উপায়ে সাবধনতা অবলম্বন করে সাপগুলো দেখাশুনা করতে হয় ।

খামারে নেই কোন বিদুৎতের ব্যাবস্থা, নেই কোন কাঁচের সুরক্ষিত বাক্স খামারটিতে ছোটবড় মিলে মোট ৬০ টি সাপ থাকলেও নেই কোন সঠিক ব্যাবস্থাপনা – নেই কোন বৈধ কাগজপত্র। অরক্ষিত অবস্থায় সাপের এমন খামার করায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে ।

এ বিসয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা হলে তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান- বিষয়টি খতিয়ে দেখে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ে বিধিমত ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.