নলডাঙ্গায় হালতি বিলে মৎস্য অভয়াশ্রমে মাছ শিকার করায় চারজন কে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের হালতি বিলে মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে চার মাছ শিকারীকে ২৪ ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জুন) মধ্য রাতে এই অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। অভিযানে উদ্ধারকৃত মা বোয়াল মাছসহ অন্যান্য মাছ দূর্লভপুর মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক রোজিনা আক্তার জানান, প্রজনন মৌসুমে মা বোয়াল মাছ ধরা অনেক ক্ষতিকর। দণ্ডবিধির ১২৮ ধারায় অভিযুক্ত চারজনকে ২৪ ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.