নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং রানার্সআপ হয়েছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।
বুধবার (০৩ ডিসেম্বর) এই প্রতিযোগিতায় টুর্নামেন্টে ইইই বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে সবকটি উউেিকট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে রাষ্ট্রবিভাগ দুই উইকেট হারিয়ে বিজয় অর্জন করে।
টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট ইইই বিভাগের শিক্ষার্থী আরাফাত। টুর্নামেন্টে মোস্ট রান সংগ্রহ করেন আইন বিভাগের শিক্ষার্থী আদর, মোস্ট উইকেট সংগ্রহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম শান্ত।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. সাজেদুল ইসলাম, সহকারী প্রক্টর সাব্বির আহম্মেদ, প্রক্টরিয়াল টিমের অন্যান্যসদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















