নরেন্দ্র নয়, নীরব মোদী ; ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বুধবার ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চেন্নাই কলেজে একটি প্রশ্নোত্তর সভায় যান। সভায় কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন তিনি।
পাঞ্জাব ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত নীরব মোদি ও নরেন্দ্র মোদিকে নিয়ে একটি সামান্য কথার এদিক-ওদিক করেই সমালোচনায় রাহুল। ‘আমরা চাই, দেশের ১৫-১৬ জন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যেমন নরেন্দ্র…না, নরেন্দ্র নয়, নীরব মোদী…’ বলেই মুচকি হাসেন এই নেতা। তারপরই শিক্ষার্থীদের হাততালিতে ফেটে পড়ে চেন্নায় কলেজ।
সংসদ ভবনে গত বছর জুলাইয়ে অনাস্থা প্রস্তাবের সময় তৈরি হওয়া বিশেষ মুহূর্ত প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমি দেখতে পারছিলাম, প্রধানমন্ত্রী অত্যন্ত রেগে আমার ব্যাপারে কথা বলছেন। তিনি বলছিলেন, “কংগ্রেস পার্টির সম্বন্ধেও। আমরা এতদিন কী কী কাজ করতে পারিনি, আমরা কতটা খারাপ, ইত্যাদি…তিনি বলছিলেন, আমার বাবা (রাজীব গান্ধী) কতটা খারাপ মানুষ, আমার মা (সোনিয়া গান্ধী) কতটা খারাপ মানুষ…” এইসবই তো বলে যাচ্ছিলেন তিনি।’
রাহুল আরও বলেন, ‘আমার ওই সময় তার জন্য খারাপ লাগছিল। আমার খারাপ লাগছিল এই কথা ভেবে যে, এই মানুষটির চোখে সৌন্দর্যই ধরা পড়ছে না। উনি এত রেগে থাকলে কী করেই বা সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন। তাই আমি ভেবেছিলাম, অন্তত আমার দিক থেকে তাকে কিছুটা অনুরাগ তো দিতে পারি। তাই ওই আলিঙ্গন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.