BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ভূমিকম্পে অর্ধশতাধিক আহত, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

নরসিংদীতে ভূমিকম্পে অর্ধশতাধিক আহত, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

নরসিংদী প্রতিনিধি: ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।আকস্মিক এই কম্পনে পুরো শহর দুলতে থাকায় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়ির মালিক দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর এবং মেয়ে তাসফিয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দেলোয়ার ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলার ছয়টি উপজেলায় এই ভূমিকম্পে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদী অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এখনো আহতরা হাসপাতালে আসছেন।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

ভূমিকম্পের সময় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই সাব-স্টেশনের যন্ত্রাংশে আগুন লেগে যায়। এতে জাতীয় গ্রিডে সংশ্লিষ্ট অংশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?