নদীতে অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে বিশেষ কম্বিং অপারেশন


বাগেরহাট প্রতিনিধি: নদীতে অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে বিশেষ কম্বিং অপারেশনের ৪র্থ দিন চলছে। আজ মঙ্গলবার সকালে জেলা মৎস অফিস ও মোংলা কোষ্ট গার্ড যৌথভাবে সুন্দরবনের পশুর নদীতে এই অভিযান পরিচালনা করে।
এসময় পশুর নদীর জয়মনির ঘোল এলাাকায় মাছ ধরার জন্য নদীতে ফেলে রাখা বেশ কয়েকটি বেহেন্দি জাল জব্দ করা হয়। পরে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জেলা মৎস কর্মকর্তা এএসএম রাসেল জানান, মিষ্টি পানিতে মোট ২৬৫ প্রজাতির মাছ বাস করে। প্রতি মাসের অমাবস্যায় এবং পূর্নিমায় সেসব মাঠ ডিম ও পোনা ছাড়ে।
মশারির মত এই জাল পেতে মাছ ধরার কারনে প্রতিদিন কোটি কোটি মাছের পোনা বিলুপ্ত হয়ে যাচ্ছে। জানুয়ারী মাসে শুরু হওয়া বিশেষ কম্বিং অপারেশন চলতি মাসের ২৫ তারিখে শেষ হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.