নতুন বছরের শুরুতেই দুয়ারে সরকার কর্মসূচী

কলকাতা (ভারত) প্রতিনিধি: যেমনটি বলা তেমনই কাজ। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার নির্বাচন প্রাক্কালে ঘোষণা করেছিলেন,নির্বাচন শেষে আবার দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে জনগণের অভাব অভিযোগ।
সেইমত আগামী ২রা জানুয়ারি থেকে প্রায় ৮০হাজার ক্যাম্প করে দুয়ারে সমাধান করা হবে অভাব অভিযোগের। চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত। মাঝে দশ দিন বন্ধ থাকবে গঙ্গাসাগর ডিউটির জন্য ও ২৩শে নেতাজি জয়ন্তী এবং ২২শে প্রজাতন্ত্র দিবসের জন্য।
এই ক্যাম্পে সরকারি যেকোন ধরনের পরিষেবা তথা সরকারের ঘোষিত সমস্ত প্রকল্পের হদিস ও সুবিধা দেওয়া হবে।এজন্য ২৩জন সিনিয়র আইএএস অফিসারদের বিভিন্ন জেলার দায়িত্বে দেওয়া হয়েছে।
এই মর্মে প্রশাসনিক উচ্চ আধিকারিকদের নিয়ে সমস্ত আলোচনা সেরে নেওয়া হয়েছে। স্টুডেন্ট ও মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে যাবতিয় সরকারি সুবিধাদানের ব্যবস্থা থাকছে। তাছাড়া করোনাবিধিতো আছেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.