নতুন ড্রোন উন্মোচন তাইওয়ানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান ও চীনের মধ্যে সম্প্রতি উত্তেজনা অনেক বেড়েছে। তাইওয়ানের শঙ্কা, যেকোন সময় তাদের ওপর হামলা চালাতে পারে চীন। এমন পরিস্থিতিতে, তাইওয়ান যুদ্ধক্ষেত্রের পর্যবেক্ষণ ও নজরদারি মিশনের জন্য হেলিকপ্টারের মতো ড্রোন উন্মোচন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার তাইওয়ানের সরকারি অনুদানপ্রাপ্ত চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক প্রদর্শনীতে এটি উন্মোচন করে। এছাড়া এতে আরও বেশ কিছু ধরনের মনুষ্যবিহীন আকাশযান দেখানো হয়।
এসব তাইওয়ানের সামরিক শক্তিকে আরও মজবুত করবে বলে রিপোর্টে বলা হয়েছে। নতুন এই ড্রোনের ফ্লাইট সময় ৬০ মিনিট এবং রিমোট-কন্ট্রোল দিয়ে ৩০ কিলোমিটারে দূরেও এটি নিয়ন্ত্রণ করা যাবে।
ড্রোনটি সমুদ্রের কাছাকাছি এবং শহরে পর্যবেক্ষণের জন্য সেনাবাহিনীর যুদ্ধ ইউনিটের জন্য নির্মিত করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.