নড়াইলে স্বামী সঙ্গে বেরিয়ে ফেরা হলো না তাহেরার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ি দুর্ঘটনায় তাহেরা খানম (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই)  দুপুরের দিকে দিঘলিয়ার বৌ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লক্ষ্মীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে তাহেরা খানম তার স্বামী সুজন মোল্যার সাথে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে নাওরা থেকে দিঘলিয়া যাচ্ছিলেন। দিঘলিয়ার বৌবাজার  মোড়ে ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের গাছে ধাক্কা খায়।
এসময় ভ্যান ও গাছের মাঝে চাপা পড়ে তাহেরা মারাত্মক আঘাত পান। চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। তিন মাস আগে তাহেরার বিয়ে হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন বিটিসি নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.