পানি বাড়ছেই নেত্রকোনায়, নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনা প্রতিনিধি: অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে কলমাকান্দা উপজেলার উব্ধাখালি নদীর পানি আরো বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এছাড়া এই উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই ও গণেশ্বরী নদীর পানিও বাড়ছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, আজ কলমাকান্দা পয়েন্টে উব্ধাখলি নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এছাড়া জেলার প্রধান নদী সোমেশ্বরী, কংস ও ধনুর পানি বিপদসীমার নিচে দিয়ে বইছে।
কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, উপজেলার বাহাদুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাপন, বাউসারী, পোগলা, ভাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু বিদ্যালয়ের মাঠে পানি ঢুকেছে।
উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোজাম্মেল হক বিটিসি নিউজকে জানান, স্থানীয় নদীর পানি বাড়ছে। ইউনিয়নের কালাকোনা, জীবনপুর, গোয়াতলা, কৈলাটি, মঙ্গলসিধসহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, কলমাকান্দা উপজেলার পোগলা ও বড়খাপন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি পানি ঢুকছে। কিছু গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে গেছে। তবে এখনো কোনো বাড়ি ঘরে পানি ঢোকেনি। বন্যার শঙ্কায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিটিসি নিউজকে জানান, এখনো বন্যা হয়নি। বন্যা হলে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলাসহ সার্বিক প্রস্তুতি রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ও কন্ট্রোল রোম খোলা হয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রাখা আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.