নগরীতে ভবনের ছাদে আশ্রয় নেয়া পাগলকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা


নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় এলাকার স্বচ্ছ টাওয়ারের পাশের একতলা ভবনের ছাদ থেকে আজ বুধবার রাতে এক মানষিক প্রতিবন্ধী যুবককে (পাগোল) উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, আজ বুধবার বিকালে একতালা ভবনের ছাদে উঠে যায় মানষিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। এরপর যে তার কাছে যাওয়ার চেষ্টা করেছে তাকেই ইট অথবা লাঠি দিয়ে মারতে যায় ওই ব্যক্তি।

স্থানীয়রা তাকে ছাদ থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে কবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার এ.কেএম লতিফুল বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।

তবে মানষিক প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল্ ফাত্তা সামাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.