নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে আলাদা অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আলাদা মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১৬৫ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন এবং ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী। অন্যান্য মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার করা হয় আরো ১০ জনকে। অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৮ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালি থানা ৩ জন, বেলপুকুর থানা একজন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ৩ জন এবং নগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.