নওগাঁ ১৬ বিজিবি’র ত্রাণ সামগ্রী

নওগাঁ প্রতিনিধি: বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও হতদরিদ্রদের এক হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় ২য় পর্যায়ে জেলার সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির সীমান্ত এলাকায় ৪০ টি, আদাতলায় ২১ টি, সুন্দরাইল ৪৫টি ও বামনপাড়ায় ৬৭টি এবং গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপির সীমান্ত এলাকায় ৩০টিসহ মোট ২৪০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ পর্যন্ত সর্বমোট ৩০৪ প্যাকেট ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে।

ত্রান সামগ্রি বিতরণের সময় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর কোম্পানি/বিওপি কমান্ডার এবং স্থানীয় একজন করে জনপ্রতিনিধি ছিলেন। অবশিষ্ট ত্রান সামগ্রি পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অধিক সর্তকতার সাথে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে রয়েছে- চাল ৬ কেজি, ডাল এক কেজি, তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, আটা দুই কেজি, সুজি ২৫০ গ্রাম ও বিস্কুট এক প্যাকেট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.